রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

কবিতা ২

 জঠরে দিয়েছি ধরা, ছায়াপথ ছেড়ে, 

সেই থেকে নরক যাপন। নাড়িতে নাড়িতে বাঁধা।

কত কৌতূহলী মন, সুখের আঁকি বুকি কাটা,

সূর্য রশ্মি যেমন খেলা করে নারকেলের পাতায়।

তারপর একদিন বহু রক্তপাতে,

পৃথিবীর ধূলি হয় লাল, হায়,

সেই প্রাণ অন্ধকারে, ডাস্টবিনে। শুধু মেয়ে 

বলে। আবার ফিরে যাই সেই ছায়াপথে।

1 টি মন্তব্য:

কবিতা ৮ ।

 সপ্তসিন্ধু পার করে লখিন্দর ফেরে ঘরে।সাথে করে  বিবিধ রতন। শঙ্খ বাজে, উলু দেয় এয়োতি, পুরজন। বাপ তার, চন্দ্র সওদাগর। লখার সাফল্যে মুখে তার  গো...