জঠরে দিয়েছি ধরা, ছায়াপথ ছেড়ে,
সেই থেকে নরক যাপন। নাড়িতে নাড়িতে বাঁধা।
কত কৌতূহলী মন, সুখের আঁকি বুকি কাটা,
সূর্য রশ্মি যেমন খেলা করে নারকেলের পাতায়।
তারপর একদিন বহু রক্তপাতে,
পৃথিবীর ধূলি হয় লাল, হায়,
সেই প্রাণ অন্ধকারে, ডাস্টবিনে। শুধু মেয়ে
বলে। আবার ফিরে যাই সেই ছায়াপথে।
অনবদ্য। গভীর অনুভূতিতে গাঁথা।
উত্তরমুছুন