বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

কবিতা ৮ ।

 সপ্তসিন্ধু পার করে লখিন্দর ফেরে ঘরে।সাথে করে 

বিবিধ রতন। শঙ্খ বাজে, উলু দেয় এয়োতি, পুরজন।

বাপ তার, চন্দ্র সওদাগর। লখার সাফল্যে মুখে তার 

গোধূলির আভা। মা এসে বুকে নেয় তাকে।

ওই, কার চোখ দুটি ছলছল, বর্ষায়, ভরা গাঙ্গুরের মতো। 

ঘোমটার আবডালে কপালের টিপখানি আধখানা ঢাকা। 

ভালোবাসা ঘিরে ধরে সন্ধ্যার জোনাকির মতো। 

ঘাট খালি হয়, পারানী গায় ঘরে ফেরার গান। 

সিঁথিপটে অস্তরবির রেখাটুকু এঁকে, 

অপেক্ষায় দুঃখিনী সধবা। 

বেহুলা রাত জাগে আজও, বুকভরা মরুভূমি নিয়ে। 

প্রানপনে শ্বাস ভরে নেয় সে সুখের বুদ্বুদে। 

তার যে মরে যাওয়া মানা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা ৮ ।

 সপ্তসিন্ধু পার করে লখিন্দর ফেরে ঘরে।সাথে করে  বিবিধ রতন। শঙ্খ বাজে, উলু দেয় এয়োতি, পুরজন। বাপ তার, চন্দ্র সওদাগর। লখার সাফল্যে মুখে তার  গো...