আগুনের ফুলকিরা সূর্যের দেশে উড়ে যায়,
ডানায় স্বাধীনতা মেখে। ছাইটুকু বেঁচে আছে
আগুনের স্মৃতি বুকে নিয়ে। ফুঁয়ের ঘুমভাঙানি গানে
তার হৃদপিন্ড, বাঁশিতে বাজায় জীবনের রাগিনী।
ছোঁয়া যায় না তাকে, পুড়ে যায় হাত।
জীবন্ত আগুন জেগে থাকে, রাতেও।
আলো দেয়, দেয় ভরসার উষ্ণতাও।
সেই উষ্ণতার জিয়নকাঠির ছোঁয়ায়
মৃত জোনাকিরা জেগে ওঠে,
সমাজের ছায়াপথে আগুন দিয়ে স্বপ্ন এঁকে যায়।
স্বাপদদের মস্তিষ্কের চিলেকোঠায়
বেজে ওঠে ভয়ের রাগিনী।
আগুনের মাধুরীতে মধুময় হবে আগামীর পৃথিবী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন