বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

কবিতা ৪

সারি সারি মোমবাতিরা হেঁটে যায়, অন্ধকারে। 

মূক, বধির, শুধু শিখা জ্বলে ,স্বভাবের কারণে। 

পরাজয়  কুরে খায়, জীবনকালেই। 

মোমের আগুন তাপহীন, ঠান্ডা আগুনে জীবন ঝলসে যায়। 

জয় পরাজয় সামাজিক বোঝাপড়া, বিশ্বাস সবার জন্য নয়। 

জানি ফুরিয়েছে পুঁজি প্রকৃতির, তবু হাতড়ে খোঁজার পুরোনো অভ্যাস। 

ধারদেনায় সুদের পাথার, শোধ করা যাবে না এ জীবনে। 

হলুদ হয়ে যাওয়া বয়স্কবেলায়, 

মোমবাতি জ্বেলে সারা জীবনের কৃতকর্মরা সামনে এসে দাঁড়ায় 

শিশুসাপের মতো। শিরদাঁড়া বেয়ে বিষ নামে। 

কুলকুন্ডলিনী জেগে ওঠে মোমের  আলোয়।

1 টি মন্তব্য:

কবিতা ৮ ।

 সপ্তসিন্ধু পার করে লখিন্দর ফেরে ঘরে।সাথে করে  বিবিধ রতন। শঙ্খ বাজে, উলু দেয় এয়োতি, পুরজন। বাপ তার, চন্দ্র সওদাগর। লখার সাফল্যে মুখে তার  গো...