সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

কবিতা ৩

শিখে গেছি বাঁচতে, গাছের মতন সূর্যের দিকে 

তাকিয়ে হাসি। অন্ধকারে সূর্য জ্বালি, জ্বলতে জ্বলতে

জোনাকি হই। তারার সাথে বলি কথা, দুজনেই যে

ঝলসে গেছি। জেনে গেছি, আমাদের পরিচয়।

মন বলে,এই বেশ, বেঁচে থাকো। তারপর মরে যেও,

নক্ষত্রের মতো।

1 টি মন্তব্য:

কবিতা ৮ ।

 সপ্তসিন্ধু পার করে লখিন্দর ফেরে ঘরে।সাথে করে  বিবিধ রতন। শঙ্খ বাজে, উলু দেয় এয়োতি, পুরজন। বাপ তার, চন্দ্র সওদাগর। লখার সাফল্যে মুখে তার  গো...