বিশ্বাসের ছলনায় নীল হয়ে গেছে অপরাজিতা।
ষড়যন্ত্রের পঞ্চ ইন্দ্রিয়, ছুঁয়ে যায় নিষ্পাপ মন।
গলে গলে পড়ে চোখের জল, মোমের মতন।
যন্ত্রনা তরল হলে বন্যা হতে পারে,
সাঁতারে নেমো না যেন, যেতে পারো ডুবে।
বাঁচাবার কেউ নেই। মধু গোধূলিতে সবাই মত্ত,
বিশ্বাসের কাটাকুটি খেলায়।
নিমজ্জিত তুমি এক, আর আছে তোমার নিয়তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন