শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

কবিতা ১ !

 এক দৃষ্টে চেয়ে থাকে শান্ত হয়ে,

শান্ত হতে হতে ,পলক পড়ে না আর,বহুদিন।

গাল বেয়ে জল গড়িয়ে নামে না আর।

নদী বুঝি শুকিয়েছে,নাকি অন্ত সলিলা,

বসে থাকা ,চুপচাপ শুধু বসে থাকা।

অনেক বছর আগে এক শীতের সন্ধ্যায়,বিস্বস্ত

এক সম্পর্কের অবিশ্বাসী শ্বাস শুধুই বিষ উগরে 

ছিল, গোপনে।

সেই নীল লাভা তার যাত্রা পথ সম্পূর্ণ করেছিল

অসীম নিয়মানুবর্তিতায়।

সব শেষে ধোঁয়া ছিল অল্প আর ছিল জীবনব্যাপী ছাই।

সময়ের ক্যানভাসে আজ তার নেই কোনো অস্তিত্ব।

শুধু শনশন হাওয়া পাতা উড়িয়ে নেয়।।যেন,

তার চঞ্চল পায়ের শব্দ।

আজ আর কেউ নেই,শুধু আছে আশা,

তাকে ছুঁয়ে শুধু বেঁচে থাকা।

৩টি মন্তব্য:

কবিতা ৮ ।

 সপ্তসিন্ধু পার করে লখিন্দর ফেরে ঘরে।সাথে করে  বিবিধ রতন। শঙ্খ বাজে, উলু দেয় এয়োতি, পুরজন। বাপ তার, চন্দ্র সওদাগর। লখার সাফল্যে মুখে তার  গো...